Tuesday, December 3, 2024

সর্বশেষ

৪৭তম বিসিএস: আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে অর্ধেক করার প্রস্তাব

৪৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে অর্ধেক করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

আজ (২ ডিসেম্বর) মন্ত্রণালয়ে পাঠানো এই প্রস্তাবে ৭০০ টাকার আবেদন ফি অর্ধেক করে ৩৫০ টাকা করার কথা বলা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

সম্প্রতি ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেক চাকরি প্রত্যাশী ৭০০ টাকা আবেদন ফি নিয়ে সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতেই আবেদন ফি কমানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিপিএসসি।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি নির্ধারণের ঘোষণা দিয়েছিল কমিশন।

গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়। সার্কুলারে মোট ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে।

এরমধ্যে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭ এবং নন–ক্যাডার পদের সংখ্যা ২০১।

এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সবক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায়; শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

এদিকে সিভিল সার্ভিস থেকে ‘ক্যাডার’ শব্দটি বাদ দিতে সরকারকে সুপারিশ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

গতকাল (১ ডিসেম্বর) সচিবালয়ে কমিশনের সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, ‘ক্যাডার’ শব্দটি নেতিবাচকভাবে ধরা হয়, তাই কমিশন এটি বাদ দেওয়ার সুপারিশ করবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.