Saturday, April 19, 2025

সর্বশেষ

শান্ত–সাকিবকে ছাড়াই ওয়ানডে দল, এক বছর পর আফিফ

কুঁচকির চোট থেকে এখনো সেরে ওঠেননি নাজমুল হোসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। ওয়ানডে সিরিজেও যে খেলতে পারবেন না, সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল। হলোও তা-ই।

নাজমুলের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নাজমুলের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। ওয়ানডে দলকেও এই প্রথমবারের মতো কোনো সিরিজে নেতৃত্ব দেবেন মিরাজ। নাজমুলের অনুপস্থিতিতে গত মাসে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মিরাজ।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকে এই সিরিজে বিসিবি রাখতে চাইছে না, এ খবরও আগেই দিয়েছিল প্রথম আলো। ঘোষিত দলে নেই সাকিবও।

চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ওয়ানডে সিরিজের দলেও ফেরা হয়নি তাঁর। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘হৃদয় তার ডান কুঁচকিতে ব্যথার অভিযোগ করেছিল এবং পরীক্ষা-নিরীক্ষার পর তার চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং খেলার জন্য সে কতটা ফিট, সেটা বুঝতে আমরা দুই সপ্তাহের মধ্যে তাকে আবার পরীক্ষা-নিরীক্ষা করব।’

চোটের কারণে নিয়মিত অনেক মুখ না থাকায় ওয়ানডে দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রায় এক বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাঁহাতি এই ব্যাটিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন ২০২৩ সালের ডিসেম্বরে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে ওয়ানডে অভিষেকের পর এই সিরিজেও জায়গা ধরে রেখেছেন গতি দিয়ে মুগ্ধ করা ফাস্ট বোলার নাহিদ রানা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর, সব কটি ম্যাচই সেন্ট কিটসে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.