Wednesday, April 16, 2025

সর্বশেষ

তবে কি নতুন প্রেমে মজেছেন সারা

বলিউড অভিনেত্রী সারা আলি খানের প্রেমের খবর নতুন কিছু নয়। কার্তিক আরিয়ানকে ভুলে এবার নাকি নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী। তবে এবার কোনও অভিনেতা নয়, বিজেপি নেতার ছেলেকে মন দিয়েছেন সাইফকন্যা।

বলিউডে গুঞ্জন, সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। পাঞ্জাবের রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে তিনি। তবে বাবা রাজনীতিবিদ হলেও অর্জুন ফ্যাশন জগতের জনপ্রিয় মুখ। বিজ্ঞাপনেও বেশ নাম করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলি খান। সেখানে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়াকে। দুজনে একসঙ্গে পোজ দেননি তবে তাদের একক ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সোশাল মিডিয়ায় সেই ছবিই এখন ভাইরাল।

এই ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভক্তদের দাবি, তাদের নিয়ে যে গুজব ছড়িয়েছিল সেটা সত্যি। তবে প্রেমের বিষয় নিয়ে একেবারেই মুখ খোলেননি সারা।

কেদারনাথ মন্দির যাত্রা দিয়েই ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন। এবার এই তীর্থযাত্রায় হ্যাট্রিক করে ফেললেন সারা আলি খান। মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গেছেন নবাবকন্যা। তার জন্য অবশ্য কম কটু কথা শুনতে হয়নি! তবে নেট দুনিয়ার রক্তচক্ষুর কাছে দমে যেতে নারাজ সারা। এবার ফের কেদারনাথ যাত্রায় গেলেন অভিনেত্রী।

সূত্র: বলিউড লাইফ ডটকম।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.