Saturday, April 19, 2025

সর্বশেষ

নাটোরে ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৬ ট্রাক, নিহত এক

ঘন কুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে নাটোর বগুড়া-মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন বলেন, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোর-বগুড়া সড়কের ডাল সড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘনকুয়াশার কারণে রাস্তায় চলাচলরত আরও চারটি ট্রাক ওই দুটি ট্রাককে ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনাকবলিত পাঁচটি ট্রাক রাস্তায় ও একটি খাদে পরে যায়। এতে সাতজন গুরুতর আহত হন। এ ছাড়া মালবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন।

এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানান সাদ্দাম হোসেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.