Saturday, April 19, 2025

সর্বশেষ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনই নওগাঁর

রাজশাহীর মোহনপুর উপজেলায় গাড়িচাপায় নিহতদের পরিচায় জানা গেছে। নিহত তিনজন নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মান্দা উপজেলার বনকুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে মো. কাউসার (১৯), একই উপজেলার দক্ষিণ চকবালু গ্রামের সেকেন্দার আলীর ছেলে মো. কাউসার রহমান (১৮) ও একই এলাকার আসাবের ছেলে মো. পলাশ (১৫)।

এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্রী সন্তু (৩০) আহত হয়েছেন। তিনি মান্দার বাথইল গ্রামের শ্রী নিরেনের ছেলে। ঘটনার পর স্থানীয়রা প্রথমে তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহনপুরের রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক দিয়ে দুর্ঘটনায় নিহত ও আহতরা মোটরসাইকেল যোগে নওগাঁয় বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কালিতলা এলাকার পৌঁছালে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলের আরোহী তিনজনের মৃত্যু হয়। এছাড়াও দুর্ঘটনায় আহত শ্রী সন্তুকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভবিক করে।

এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা হবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.