Tuesday, April 15, 2025

সর্বশেষ

গভীর রাতে বাড়িতে ঢুকে সাইফ আলী খানকে একের পর এক ছুরিকাঘাত, নিরাপদে কারিনা

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা হয়েছে। গভীর রাতে বাড়িতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। পিটিআইয়ের বরাতে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ। মুম্বাই পুলিশ জানিয়েছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তাঁর ওপর হামলা করা হয়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে লীলাবতী হাসপাতালের প্রধান নির্বাহী নীরজ উত্তমণি বলেছেন, ‘দিবাগত রাত সাড়ে তিনটা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তাঁর শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তাঁর মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তাঁর অস্ত্রোপচার করছি। তাঁর অস্ত্রোপচার করছেন নিউরোসার্জন নীতীন ডাঙ্গে, কসমেটিক সার্জন লীনা জৈন ও অবেদনবিদ নিশা গান্ধী। অস্ত্রোপচারের পরই বিস্তারিত বলা যাবে।’

প্রাথমিকভাবে বলিউড তারকা কারিনা এবং পরিবারের অন্য সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানা গেছে। নিছক চুরি, না অন্য কোনো কারণে হামলা, এটা এখনো নিশ্চিত নয় পুলিশ।

এ ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। সাইফ আলী খানের পরিবার আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.