Tuesday, July 15, 2025

সর্বশেষ

ঈদের আগে ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ঈদের পরের দুদিন ছুটি কমিয়ে ৩ ও ৪ জুন ছুটি ঘোষণার দাবি তুলেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় যাত্রী অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

তিনি বলেন, কোরবানির ঈদে ১০ দিনের টানা ছুটি দিয়েছে সরকার। এ কারণে এবারের ঈদে ঢাকা থেকে ১ কোটি ১০ লাখ এবং ঢাকার আশেপাশের ৩০ লাখসহ অন্তত ১ কোটি ৪০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাবে।

৭ জুন ঈদ হলে ঈদের আগে ৫ ও ৬ জুন দুই দিনের সরকারি ছুটি মিলবে। আর ৬ জুন ঈদ হলে ছুটি মিলবে মাত্র একদিন।

মোজাম্মেল হক বলেন, “ঈদের ছুটি ২ দিন হলে একদিনে ৪০ লাখ করে দুই মানুষ গ্রামে যাবেন। ঈদের ছুটি ১ দিন হলে এক কোটি ৪০ লাখ মানুষকে ঢাকা থেকে গ্রামের বাড়ি পাঠানোর সক্ষমতা সড়ক, রেল, নৌপথের নেই।

“ঈদুল আজহায় সড়কের পাশে বসানো পশুরহাট ও পশুবাহী ট্রাক চলাচলের কারণে যানজট থাকে। ফলে যানবাহনের গতি কমে যাবে। এতে বাড়ি ফেরার পথে যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়তে পারেন।”

এবারের কোরবানির ঈদ ঘিরে ৫ থেকে ১৪ জুন একটানা দশ দিনের ছুটি দিয়েছে সরকার। এর মধ্যে ৫ থেকে ১০ জুন পর্যন্ত মোট ৬ দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল বলেন, “নির্বাহী আদেশে দেওয়া ১১ ও ১২ জুন ২ দিনের ছুটি বিন্যাস করে ঈদের আগে ৩ ও ৪ জুন মঙ্গল ও বুধবার এগিয়ে আনলে পবিত্র ঈদুল ফিতরের মত ঈদুল আজহায়ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত হবে।

“যাত্রীদের দুর্ভোগ কমাতে বিষয়টি ভেবে দেখতে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সদয় দৃষ্টি আর্কষণ করছি।”

সংবাদ সম্মেলনে বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক অপর্না রায় দাশ, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, সদস্য রফিকা আফরোজ ও আরিফ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.