Sunday, April 20, 2025

সর্বশেষ

রাশিয়ার তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের দক্ষিণে খেরসন অঞ্চলে তিনটি এসইউ-৩৪ ফাইটার বোমারু নামক রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের সেনাবাহিনীরা।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

বিমান ভূপাতিতকারী সেনাদের ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বলেছেন, ঘটনাটি যুদ্ধবিধ্বস্ত খেরসন অঞ্চলে ঘটেছে। তিনি শুক্রবার রাতের ভাষণে বলেন, ‘বিমানগুলো ভূপাতিত করার ঘটনাটি ইউক্রেনের উপর আক্রমণকারী রাশিয়ান পাইলটদের অবগত করবে যে তাদের কাউকেই শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হবে না।’

জেলেনস্কি জানিয়েছেন তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে এফ-১৬ জেটগুলোর সরবরাহের বিষয়ে কথা বলেছেন। সেইসঙ্গে একটি নতুন ইইউ সমর্থন প্যাকেজ আলোচনা এগিয়েছে বলে জানান তিনি। এদিকে, যুদ্ধ বিমান ভূপাতিতের বিষয়ে মস্কো কোনো মন্তব্য করেনি। তবে রাশিয়ান ব্লগাররা এই ঘটনায় ক্ষতির কথা স্বীকার করেছেন। তারা আশঙ্কা করে বলেছেন যে সম্ভবত মার্কিন তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দ্বারা বিমান ভূপাতিত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় মস্কো। তারপর থেকে দুই পক্ষের মধ্যে এখন পর্যন্ত যুদ্ধ অব্যাহত রয়েছে। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই এটি থামছে না। এদিকে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সমর্থক ইউক্রেনের রিপাবলিকান প্রতিনিধিরা যুদ্ধ চালিয়ে যেতে এবং অর্থায়ন করতে অনিচ্ছা প্রকাশ করেছেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.