গাজায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ১০১ জন সাংবাদিক নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিস এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি বিমান হামলায় সর্বশেষ শনিবার (২৩ ডিসেম্বর) নিহত হয়েছেন আল রাই এজেন্সির ডেপুটি ডিরেক্টর আহমেদ জামাল আল মাধউন। মাধউনকে নিয়ে উপত্যকাটিতে নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়াল ১০১।
মাধউনের আগে শনিবার মুহাম্মাদ আবু হায়েদি নামের আরেকজন সাংবাদিক গাজা শহরের পূর্বে নিজের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। তার মৃত্যুর মধ্য দিয়ে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা ১০০ জনে পৌঁছায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে গাজার গণমাধ্যম অফিস জানায়, গাজা উপত্যকায় নৃশংস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুজাইয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় সাংবাদিক মোহাম্মদ আবু হায়েদির শহীদ হওয়ার পর থেকে নিহত সাংবাদিকের সংখ্যা ১০০ জনে দাঁড়িয়েছে।
গাজার ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের এই সংখ্যা আরও বেশি হতে পারে।
তবে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের একটি সমীক্ষা অনুযায়ী, আল জাজিরা আরবি’র ক্যামেরাম্যান সামের আবুদাকাসহ অন্তত ৬৯ জন সাংবাদিক এই সংঘাতে নিহত হয়েছেন।
১৯৯২ সাল থেকে সংঘাতে দায়িত্বপালনের সময় হতাহত সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও পরিসংখ্যান প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এই সংগঠন।
তথ্যমতে, ইসরায়েলি বর্বর হামলায় গাজার ৫০ টিরও বেশি মিডিয়া অফিস সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। নিহতদের মধ্যে আল জাজিরা আররি বিভাগের ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি টিম ডসন গাজায় ‘অস্বাভাবিক বেশি সংখ্যক’ সাংবাদিক নিহত হওয়ার কথা বলেছেন। তিনি আল জাজিরাকে বলেছেন, আমরা ‘এমন কোনও সংঘাতে এতো বিপুল সংখ্যক সাংবাদিকদের মৃত্যু দেখিনি’।