Thursday, December 5, 2024

সর্বশেষ

ইরানে স্মরণসভায় বিস্ফোরণে নিহত ১০৩ জন

ইরানের বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যার চতুর্থ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিস্ফোরণে ১০৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭০ জন।

বুধবার (৩ জানুয়ারি) ইরানের কেরমান প্রদেশে এ ঘটনা ঘটে। ইরানের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিসেস অর্গানাইজেশনের মুখপাত্র বাবাক ইয়েকতা পারস্ত জানিয়েছেন, এই হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

২০২০ সালের জানুয়ারি মাসে মার্কিন বিমান হামলায় নিহত জেনারেল কাসেম সোলেইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে চালানো এ হামলাকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ বলে তাৎক্ষণিক মন্তব্য করেছেন ইরানের একজন সামরিক মুখপাত্র। এ হামলা এমন সময় হলো যখন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়ছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

কেরমানের ডেপুটি গভর্নর রহমান জালালি বলেন, এ হামলা অবশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড। ইরানের একাধিক শত্রু রয়েছে যারা নির্বাসিত। এ ছাড়াও ইরানে নিষিদ্ধ গোষ্ঠী, জঙ্গি সংগঠন এমনকি বাইরের শক্তিও এর পেছনে থাকতে পারে বলে তিনি মনে করেন।

রাজধানী তেহরান থেকে প্রায় ৫০০ মাইল দক্ষিণ-পূর্বে কেরমান প্রদেশে কাসেম সোলেইমানির সমাধিস্থলের কাছে কয়েকটি বিস্ফোরণ ঘটে।

টিভি ফুটেজে দেখা গেছে, প্রথম বিস্ফোরণের ১৫ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। আর দ্বিতীয় বিস্ফোরণেই ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। তবে এই অনুষ্ঠানে ইরান সরকার বা সেনাবাহিনীর কোনো উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.