Wednesday, December 4, 2024

সর্বশেষ

সূর্যের দিকে ভারতের প্রথম সৌরযান

সূর্য পর্যবেক্ষণের জন্য ভারতের প্রথম মহাকাশযান আদিত্য এল-১ পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে সূর্যের দিকে যাত্রা করেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) একজন কর্মকর্তা জানিয়েছেন, যাত্রার প্রায় চার মাস পর মহাকাশযানটি শনিবার (৬ জানুয়ারি) তার চূড়ান্ত গন্তব্যের দিকে রওনা হয়েছে।

স্যাটেলাইটটি বিকাল ৪টার দিকে ল্যাগ্রেঞ্জ পয়েন্ট (এল-১)-এর একটি কক্ষপথে স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে।

এল-১ পয়েন্টটি পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত। এ পয়েন্ট থেকেই সূর্যের ওপর বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালাবে ইসরো। স্যাটেলাইটটি সূর্যগ্রহণের কোনোরকম বাধা ছাড়াই সরাসরি নজর রাখতে পারবে সূর্যের ওপর। যেটি এ স্যাটেলাইটের অন্যতম সফলতা বলে ধরা হচ্ছে।

স্যাটেলাইটটি সূর্যের পরিবর্তনশীল আবহাওয়ার ওপর নজর রাখবে এবং বিজ্ঞানীদের সৌরঝড়সহ প্রতিকূল অবস্থা সম্পর্কে সতর্ক করবে। এ ছাড়া সূর্যকে ভালোভাবে বোঝার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ও ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরের মাধ্যমে সূর্যের ফটোস্ফিয়ার (সূর্যের আলোকময় বহিরাবরণ), ক্রোমোস্ফিয়ার (বর্ণমণ্ডল) এবং সূর্যের সবচেয়ে বাইরের স্তরের (করোনা) ওপর বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা চালাবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.