Thursday, December 5, 2024

সর্বশেষ

গাজা যুদ্ধের ১০০ দিন: দেশে দেশে বিক্ষোভ

ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ১০০ দিন পূর্তির আগের দিন শনিবার বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে সর্বাত্মক হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকে গাজায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে সামরিকভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রটি।

হামাসের হামলায় প্রায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি প্রাণ হারায়। অন্যদিকে ইসরায়েলের হামলায় প্রাণ যায় প্রায় ২৪ হাজার ফিলিস্তিনির, যাদের বড় অংশ নারী ও শিশু।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলের হামলার ১০০ দিন পূরণ হওয়ার এক দিন আগে বিশ্বের বিভিন্ন প্রান্তের লাখো মানুষ সড়কে নেমে বিক্ষোভ করেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইসরায়েলের কট্টর সমর্থক যুক্তরাষ্ট্রকে বার্তা দিতে দূতাবাসের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র।

‘ফিলিস্তিনের জন্য তৎপরতার বৈশ্বিক দিন’ পালনের অংশ হিসেবে মালয়েশিয়ায় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার মতো ইন্দোনেশিয়ার রাজধানীর জাকার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাসের বাইরে জড়ো হন হাজারো মানুষ। তারা ইন্দোনেশিয়া ও ফিলিস্তিনের পতাকা ওড়ানোর পাশাপাশি ‘বয়কট ইসরায়েল’ ও ‘যুদ্ধবিরতি এখনই’ লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে জড়ো হন। তারা গাজায় বোমাবর্ষণে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সহযোগী হিসেবে আখ্যা দেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.