পাকিস্তানে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ভোট চুরির অভিযোগে রোববার দেশজুড়ে বিক্ষোভের ঘোষণা দিয়েছে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
দলটিকে উদ্ধৃত করে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, ‘ভোট চুরি হলো জনগণের রায়ের প্রতি অসম্মান।’
পিটিআই আরও জানায়, দলটি শান্তিপূর্ণভাবে এ বিক্ষোভ করবে।
পাকিস্তানের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ভোট হয় ২৬৫টি আসনে। এসব আসনের মধ্যে রিটার্নিং অফিসার ঘোষিত ফল অনুযায়ী, ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০২টিতে জয় পেয়েছেন। অন্যদিকে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন ৭৩ ও বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি পায় ৫৪টি আসন।
জঙ্গি হামলার বাড়বাড়ন্ত, অর্থনৈতিক সংকট ও ব্যাপক রাজনৈতিক মেরুকরণের মধ্যে বৃহস্পতিবার ভোট হয় পাকিস্তানে। এ নির্বাচনের বিভিন্ন আসনের ফল চ্যালেঞ্জ করে ইমরান-সমর্থিত প্রার্থীরা এরই মধ্যে এক ডজনের বেশি আবেদন করেছেন আদালতে।