ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ছাড়িয়েছে।
গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানায় আল জাজিরা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৯ হাজার ৪১০।
মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজায় গত সাড়ে চার মাসে ইসরায়েলি হামলায় আহত হয় কমপক্ষে ৬৯ হাজার ৪৬৫ জন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালায় গাজার শাসক দল হামাস, যাতে প্রাণ হারায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি। এর জবাবে গাজায় ওই দিন থেকেই বিমান হামলা শুরু করে ইসরায়েল, যার সঙ্গে পরবর্তী সময়ে যোগ হয় স্থল অভিযানও।
ইসরায়েলের এসব হামলায় গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেডরোস আধানম গেব্রিয়েসুস।
তার ভাষ্য, উপত্যকায় স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতির অবনতি হয়েছে।
অন্যদিকে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি গাজার খান ইউনিসের আল-আমল হাসপাতালে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছে। হাসপাতালটি ৩০ দিন ধরে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী।