Sunday, April 20, 2025

সর্বশেষ

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

পাকিস্তানের ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে রোববার নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ তথা পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ।

দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন জোটের প্রার্থী শাহবাজ।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব খানের চেয়ে শতাধিক ভোট বেশি পেয়ে সরকারপ্রধান নির্বাচিত হন পিএমএল-এন সভাপতি।

শাহবাজ পান ২০১টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী ওমর ভোট পান ৯২টি।

এবিপি লাইভের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী পদে লড়া শাহবাজ ও ওমর জাতীয় পরিষদ সচিবালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যা পরবর্তী সময়ে বৈধ ঘোষণা করেন স্পিকার আয়াজ সাদিক।

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটিতে ভোটের দিন বন্ধ রাখা হয় মোবাইল ইন্টারনেট।

এ নির্বাচনের ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়। এমন পরিস্থিতিতে বিরোধীরা ভোট কারচুপির অভিযোগ তোলে।

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ৭২ বছর বয়সী শাহবাজ শরিফ তিনবারের প্রধানমন্ত্রী ৭৪ বছর বয়সী নওয়াজ শরিফের ছোট ভাই। গত মাসে প্রধানমন্ত্রী পদে দলীয় মনোনয়ন পেয়ে অনেককে চমকে দিয়েছিলেন শাহবাজ।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.