ইসরায়েলের অব্যাহত হামলায় মানবিক বিপর্যয়ে থাকা গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
স্থানীয় সময় রোববার তিনি এ আহ্বান জানান বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কমলা হ্যারিস বলেন, গাজায় ব্যাপক দুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে উপত্যকায় কমপক্ষে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতি অবিলম্বে শুরু করতে হবে, যা এখন আলোচনার টেবিলে আছে।
তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজার শাসক দল হামাসসহ অন্য সশস্ত্র সংগঠনগুলোর হাতে থাকা বন্দিরা মুক্তি পাবে এবং উল্লেখযোগ্যসংখ্যক সহায়তা উপত্যকায় প্রবেশ করবে।
বক্তব্যে ইসরায়েলের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন, সহায়তার চালান গাজায় ঢুকতে দেয়ার ক্ষেত্রে ইসরায়েলকে আরও তৎপর হতে হবে। দেশটিকে নতুন সীমান্ত ক্রসিং খোলার পাশাপাশি ‘অপ্রয়োজনীয় কড়াকড়ি’ আরোপ না করার বিষয়ে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
যুক্তরাষ্ট্রের আলাবামার সেলমা এলাকায় ১৯৬৫ সালের ৭ মার্চ নাগরিক অধিকারের পক্ষে বিক্ষোভকারীদের সহিংস কায়দায় পুলিশের দমনের ঘটনা স্মরণে দেয়া বক্তব্য কমলা হ্যারিস বলেন, ‘গাজার লোকজন অনাহারে আছে। পরিস্থিতি অমানবিক এবং আমাদের সম্মিলিত মানবিকতা আমাদের তৎপর হতে বাধ্য করে।’