Thursday, December 5, 2024

সর্বশেষ

কলাম্বিয়া ইউনিভার্সিটিতে পুলিশি অভিযানের প্রশংসায় ট্রাম্প

গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধে কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি ভবন দখল নেয়া বিক্ষোভকারীদের সরিয়ে দিতে মঙ্গলবার নিউ ইয়র্ক পুলিশ কর্মকর্তাদের অভিযানের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের উইসকনসিনে নির্বাচনি প্রচার সমাবেশে তিনি এ অভিব্যক্তি প্রকাশ করেন।

সমাবেশে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী পুলিশি অভিযানের প্রশংসা করে বলেন, এটি দেখতে ভালো লেগেছে।

ওই সময় তিনি যুক্তরাষ্ট্রজুড়ে ক্যাম্পাসগুলোতে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পক্ষে বিক্ষোভগুলোর ওপর চড়াও হওয়ার আহ্বান জানান।

কলাম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশি হানার বিষয়ে ট্রাম্প বলেন, ‘গত (মঙ্গলবার) রাতে নিউ ইয়র্ক ঘেরাও করা হয়েছিল।’

পুলিশ কর্মকর্তারা কলাম্বিয়া ইউনিভার্সিটি ও সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে প্রায় ৩০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের ‘সংক্ষুব্ধ উন্মাদ’ ও ‘হামাসের প্রতি সহানুভূতিশীল’ হিসেবে আখ্যা দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে বিভিন্ন দাবিতে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের কেউ কেউ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানান, কেউ আবার ইসরায়েলের সঙ্গে সামরিক সম্পর্ক রয়েছে এমন কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্নের দাবি জানান।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.