ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ানসহ ৯ আরোহীর মৃত্যুর ঘটনায় ইসরায়েলের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন দেশটির এক কর্মকর্তা।
রয়টার্সের কাছে সোমবার এমন দাবি করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘এটি (এ ঘটনায় জড়িত) আমরা নই।’
ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত।
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও নিহত আরোহীদের মধ্যে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশে ইসলামি বিপ্লবের নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মোহাম্মদ আলি আলে-হাশেম ও প্রাদেশিক গভর্নর মালেক রহমতি।
এ ঘটনায় শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা।
উদ্ভূত পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে ইরান। এর আগ পর্যন্ত দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের।