প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পেল মেক্সিকো। ক্লাউডিয়া শেইনবাম নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন।
স্থানীয় সময় রোববার হওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে ক্ষমতাসীন মরেনা পার্টির প্রার্থী ক্লাউডিয়ার এমন জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল আগে থেকেই।
মেক্সিকোর সরকারি নির্বাচনি কর্তৃপক্ষ সোমবার ওই নির্বাচনে ফল ঘোষণা করেছে বলে বিবিসি জানিয়েছে।
প্রতিবেদন বলছে, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, মেক্সিকো সিটির সাবেক মেয়র ৬১ বছর বয়সী ক্লাউডিয়া রোববারের নির্বাচনে ৫৮% থেকে ৬০% ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী যোসিটি গ্যালভেজ থেকে প্রায় ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন তিনি।
বর্তমান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ অনুসারী ক্লাউডিয়া বিদায়ী আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের স্থলাভিষিক্ত হবেন আগামী পহেলা অক্টোবর।
ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাউডিয়া। তিনি প্রেসিডেন্ট লোপেজের তৈরি ‘অগ্রগতি’ এর ওপর ভিত্তি করে কাজ যাবেন বলে জানিয়েছেন।
বিজয়ী হওয়ার পর ভাষণে তিনি ভোটারদের বলেন, ‘আমি তোমাদের ব্যর্থ করব না।’
ক্লাউডিয়া শেইনবাম হারিয়েছেন সম্মিলিত বিরোধী দলের প্রার্থী ফোয়েরজা ওয়াই কোরাজন ফর মেক্সিকোর যোসিটি গ্যালভেজকে।
অবশ্য ভোটের পর পরই দুই পক্ষই জয় দাবি করেছিল। নির্বাচনে একমাত্র পুরুষ প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি সিটিজেন মুভমেন্ট পার্টির মনোনীত প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজ। সব জরিপেই তিনি দুই নারী প্রার্থীর চেয়ে পিছিয়ে ছিলেন।
এ নির্বাচনে ভোটাররা মেক্সিকোর কংগ্রেসের সব সদস্যদের এবং আটটি রাজ্যের গভর্নরদের নির্বাচিত করেন।
সরকার বলছে, নির্বাচনি সহিংসতায় মেক্সিকোজুড়ে ২০ জনেরও বেশি স্থানীয় প্রার্থী নিহত হয়েছেন। অবশ্য বেসরকারি সমীক্ষায় নিহতের সংখ্যা ৩৭।
ভোটের দিন পুয়েবলা রাজ্যে ভোটকেন্দ্রে দুটি হামলায় দুজন নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।