Thursday, December 5, 2024

সর্বশেষ

লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, শুরুতে এগিয়ে বিজেপি

ভারতে ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সময়ে সাত ধাপে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে মঙ্গলবার সকালে গণনা শুরু হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসছেন নাকি পুনরুজ্জীবিত বিরোধীরা মসনদে বসছে, তা জানা যাবে আজ। ভোট গণনার শুরুর দিকে এগিয়ে থাকতে দেখা যায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তথা এনডিএকে।

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৭২ আসন।

লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা ও অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটও গণনা হচ্ছে আজ।

নির্বাচনে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বড় ধরনের অর্জনের আশা করছে বিজেপি। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলীয় কোনো রাজ্যের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে নিতে পারবে বলে মনে করছে দলটি।

জাতীয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা আছে মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক ও তেলেঙ্গানায়।

ভারতে গত শনিবার ভোট পরবর্তী তিনটি জরিপে দেখা যায়, নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ চার শতাধিক আসন পেতে যাচ্ছে। যদিও বিভিন্ন সময়ে ভারতের বুথফেরত জরিপগুলোর সঙ্গে আসল ফলের মিশ্র মিল পাওয়া যায়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.