Sunday, April 20, 2025

সর্বশেষ

রাষ্ট্রপতি মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা প্রধানমন্ত্রী মোদির

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরের দিন বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একই দিনে পদত্যাগপত্র জমা দেয় মোদির নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদও।

দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, রাষ্ট্রপতি মুর্মু মোদি ও মন্ত্রিপরিষদ সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মন্ত্রীদের দায়িত্ব পালনের অনুরোধ করেছেন রাষ্ট্রপতি।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, আগামী শনিবার প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে পারেন মোদি। একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও আছে।

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিপরিষদ বুধবার সকালে মোদির বাসভবনে বৈঠকে বসে।

সংশ্লিষ্ট সূত্রগুলো ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানায়, বৈঠকে ১৭তম লোকসভা ভেঙে দেয়ার সুপারিশ করে মন্ত্রিপরিষদ।

১৭তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৬ জুন।

ভারতে সাত ধাপে অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয় মঙ্গলবার। এতে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি এককভাবে পায় ২৪০টি আসন। অন্যদিকে বিজেপির বাইরে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অন্য দলগুলো পায় আরও ৫৩টি আসন। এ নিয়ে ২৯৩টি আসন পায় এনডিএ জোট।

পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ২৭২টিতে জয়ী হলে একক সংখ্যাগরিষ্ঠতা পায় কোনো দল। সে হিসাবে ৩২টি আসন কম পেয়েছে বিজেপি। এমন বাস্তবতায় সরকার গঠন করতে হলে মিত্রদের আসনের ওপর নির্ভর করতে হবে দলটিকে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.