Sunday, April 20, 2025

সর্বশেষ

ভারি বৃষ্টির পর মহারাষ্ট্রের সড়কে কুমির

ভারতের মহারাষ্ট্র রাজ্যের উপকূলীয় জেলা রত্নাগিরি। কুমিরের জন্য এ জেলার রয়েছে বিশেষ পরিচিতি। অঞ্চলটিতে ভারি বর্ষণের পর সড়কে হঠাৎ দেখা মিলেছে বিশালাকার কুমিরের, যা দেখে চমকে গেছেন স্থানীয়রা।

এনডিটিভি সোমবার জানায়, এক যাত্রী গাড়িতে বসে সড়কে থাকা কুমিরের ভিডিওটি ধারণ করেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুমিরটিকে দেখা যায় চিপলুন এলাকার সড়কে। ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী শিবা নদী থেকে সড়কে উঠে আসে সরীসৃপটি। অনেক কুমিরের বাস নদীটিতে।

গত কয়েক দিন ধরে রত্নাগিরির চিপলুনসহ বিভিন্ন স্থানে বিরামহীন বৃষ্টি হচ্ছে। এতে করে জেলার নদীগুলোর পানি বেড়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে রত্নাগিরি জেলায়।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.