ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের অসংখ্য সামরিক ক্ষেত্রে হামলার দাবি করেছে ইসরায়েল।
স্থানীয় সময় শনিবার এ হামলা চালানো হয় বলে জানায় জেরুজালেম পোস্ট (জেপি)।
গত ১ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কেএএন১১-এর বরাত দিয়ে জেপির খবরে বলা হয়, ইরানে সূর্যোদয়ের সময় ভোর পৌনে ছয়টার দিকে হামলার বিষয়ে ঘোষণা দেয় ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা জানান, বড় তিনটি ধাপে এ হামলা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষেত্রগুলোতে হামলা চালানো হয়। ওই সময় ২০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।
বার্তা সংস্থা এএফপিকে ইরানের পক্ষ থেকে বলা হয়, হামলায় কোনো হতাহতের খবর তাদের কাছে নেই।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) সদরদপ্তরে নিরাপদ ভবনে বসে হামলার নির্দেশনা দেন প্রতিরক্ষামন্ত্রী ইউআভ গালান্ট।
আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, ‘আইডিএফ বর্তমানে ইরানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানছে। ইসরায়েল রাষ্ট্রের ওপর ইরান সরকারের অব্যাহত হামলার জবাবে এই (হামলা)।’