Tuesday, December 3, 2024

সর্বশেষ

ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা সিনেটে ব্যর্থ

ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে মার্কিন সিনেটে তোলা একটি বিল পাস হতে ব্যর্থ হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির একটি চুক্তি আটকে দিতে মার্কিন সিনেটে এই চেষ্টা চালানো হয়েছিল।

ইসরায়েলের কাছে ট্যাংকের গোলা বিক্রি বন্ধে মার্কিন সিনেটে তোলা প্রস্তাবের ওপর গতকাল বুধবার ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে মাত্র ১৮টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৭৯ ভোট।

মার্কিন সিনেটের বিশিষ্ট প্রগতিশীল ও কতিপয় ডেমোক্র্যাট সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। কিন্তু তাঁদের ভোট কাজে আসেনি।

অন্যান্য অস্ত্র বিক্রি বন্ধ করার লক্ষ্যে উত্থাপিত আরও দুটি প্রস্তাব সিনেটে পাস হয়নি। এই দুটি প্রস্তাবের পক্ষে ২০টির কম ভোট পড়ে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন অনুমোদিত দুই হাজার কোটি ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির চুক্তির বিরোধিতা করে গত সেপ্টেম্বরে সিনেটর বার্নি স্যান্ডার্স জয়েন্ট রেজল্যুশনস অব ডিজঅ্যাপ্রুভাল নামের প্রস্তাবটি আনেন। তিনি প্রগতিশীল ঘরানার স্বতন্ত্র সিনেটর।

যুক্তরাষ্ট্রের সিনেটে এই প্রথম ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে কোনো বিলের ওপর এমন ভোটাভুটি হলো।

প্রস্তাবটির পক্ষে সমর্থন খুব কম পড়লেও এর মধ্য দিয়ে ইসরায়েলকে নিঃশর্তভাবে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে সিনেটরদের মধ্যে মতবিরোধ থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল।

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ জুইস ভয়েস ফর পিস-এর রাজনৈতিক পরিচালক বেথ মিলার মনে করেন, ইসরায়েলে ওয়াশিংটনের সামরিক সহায়তা সীমিত করার জন্য কয়েক দশকের প্রচেষ্টার ক্ষেত্রে একটি নতুন মোড় সিনেটের এই ভোটাভুটি।

স্যান্ডার্সের পাশাপাশি সিনেটর পিটার ওয়েলচ, জেফ মার্কলি, ক্রিস ভ্যান হোলেন, টিম কেইন প্রমুখ ইসরায়েলকে গোলাবারুদ দেওয়া বন্ধের জন্য তোলা প্রস্তাবটিতে সমর্থন দেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.