Tuesday, April 15, 2025

সর্বশেষ

নতুন বছরের প্রথম দিনের সকালে ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু

আজ বুধবার, ১ জানুয়ারি ২০২৫ সালের প্রথম দিনের সকালে রাজধানীর বাতাসের মান স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান অষ্টম। আজ আইকিউএয়ার মানসূচকে ঢাকার বায়ুর মান ২১১। বায়ুর এই মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল মঙ্গলবার বছরের শেষ দিনে এই মান ছিল ২০৬। আসলে গত ডিসেম্বর মাসের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আজ বিশ্বে বায়ুদূষণে ৪১৯ স্কোর নিয়ে শীর্ষ অবস্থানে জার্মানির মিউনিখ। এরপর কসোভোর প্রিস্টিনা, স্কোর ২৭৯।

আজ দেশের অন্য বিভাগীয় শহরের মধ্যে চট্টগ্রামের বায়ুর মান ১৪৮, রাজশাহীতে ১৬৮ আর খুলনায় ১৬৬।

আজ ঢাকা ও আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে ইস্টার্ন হাউজিং-২ (২৮৩), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (২৫২) ও কল্যাণপুর (২৩৭)।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ২৭ গুণ বেশি।

আজ বায়ুদূষণের যে অবস্থা, তা থেকে রক্ষা পেতে আইকিউএয়ারের পরামর্শ, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.