Sunday, April 20, 2025

সর্বশেষ

ময়মনসিংহে দুর্ঘটনায় সাতজন নিহতের ঘটনায় বাসচালক সুপারভাইজার আটক

ময়মনসিংহ সদরে শুক্রবার সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় সাতজন নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুুলিশ।

শেরপুরের ঝিনাইগাতীর বন্ধভাটপাড়া এলাকা থেকে শুক্রবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন দুর্ঘটনার শিকার আদিল সরকার পরিবহনের বাসের চালক ও শেরপুর শহরের মীরগঞ্জ এলাকার মো. সিরাজুল ইসলাম ও ওই বাসের সুপারভাইজার মো. জাফর মিয়া জনি।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বন্ধভাটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়া বাসচালক সিরাজুল ও সুপারভাইজার জনিকে আটক করে পুলিশ।

তিনি জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর এলাকায় শেরপুরের ঝিনাইগাতীর আদিল সরকার পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী নিহত হন। ঘটনার পর কৌশলে পালিয়ে যান আদিল সরকার বাসের চালক ও সুপারভাইজার।

ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, ‘ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আটকদের নামে মামলা প্রক্রিয়াধীন। শনিবার তাদের আদালতে পাঠানো হবে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.