Thursday, December 5, 2024

সর্বশেষ

নবিজির (সা.) খুতবা: সুন্নত অনুসরণের গুরুত্ব

ইরবাজ ইবনে সারিয়া (রা.) বলেন, একদিন ফজরের নামাজের পর রাসুল (সা.) আমাদের সামনে দাঁড়ালেন এবং অত্যন্ত হৃদয়গ্রাহী নসীহত করলেন। সবার চোখ অশ্রুসিক্ত হলো, হৃদয় ভীত-শঙ্কিত হলো।

এক সাহাবি বললেন, এটি বিদায়ী নসিহতের মতো শোনাচ্ছে! তাই বলুন আপনি আমাদের থেকে কী অঙ্গীকার নেবেন?

রাসুল (সা.) বললেন,

عَلَيْكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا وَسَتَرَوْنَ مِنْ بَعْدِي اخْتِلاَفًا شَدِيدًا فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَإِيَّاكُمْ وَالأُمُورَ الْمُحْدَثَاتِ فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلاَلَةٌ

আমি আপনাদেরকে আল্লাহভীতি অর্জনের ওসিয়ত করছি, নেতার কথা মান্য করা ও তার আনুগত্যের নির্দেশ দিচ্ছি, যদি সে হাবশী দাসও হয়। আপনাদের মধ্যে যারা জীবিত থাকবেন তারা অনেক মতবিরোধ দেখতে পাবেন। তখন আপনারা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরুন, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরুন। সব নবঅবিস্কৃত বিষয় থেকে বেঁচে থাকুন, সব নবআবিস্কৃতি বিষয়ই বিদআত আর সব বিদআতই পথভ্রষ্টতা।

সূত্র: সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজা, মুসনাদে আহমদ

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.