ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ানসহ সব আরোহী।
ইসলামি প্রজাতন্ত্রটির রাষ্ট্রীয় টেলিভিশনে সোমবার প্রেসিডেন্টসহ অন্য আরোহীদের মৃত ঘোষণার খবরটি জানানো হয়।
এমন বাস্তবতায় ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছে প্রেস টিভি।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের দেজফুল শহরে ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন মোখবের। আন্তর্জাতিক আইনের ওপর পিএইডি ডিগ্রি আছে তার।
এর আগে আল জাজিরা জানায়, হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে ইরানের উদ্ধারকারীদের তৎপরতাদের মধ্যে অনেকের নজর ছিল ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবেরের দিকে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের প্রাণহানি কিংবা দায়িত্ব পালনে অক্ষমতার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হয়। নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট।
অন্য অনেক দেশের মতো ইরানের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন হয় না। দেশটিতে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেয়া হয়।
ইরানে ১৯৮৯ সালে প্রধানমন্ত্রী পদ বিলুপ্ত করা হয়। এর পর থেকে দেশটিতে প্রধানমন্ত্রীর কিছু কিছু ক্ষমতা পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট।
ইসলামি প্রজাতন্ত্রটিতে একই সঙ্গে কয়েকজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন। তাদের বেশির ভাগ মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশটিতে ভাইস প্রেসিডেন্টদের মধ্যে মোখবেরকে প্রথম হিসেবে বিবেচনা করা হয়।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই ২০২১ সালের আগস্টে মোখবেরকে প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেন রাইসি। সংবিধান সংশোধনের পর এ পদে দায়িত্ব পালন করা সপ্তম ব্যক্তি মোখবের।
তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হওয়ার আগে মূলত দাতব্য কাজে নিয়োজিত ইরানের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান সেতাদের প্রধান হিসেবে ১৪ বছর কাজ করেন।