Thursday, December 5, 2024

সর্বশেষ

আর্সেনালকে টপকে শীর্ষে লিভারপুল

অ্যানফিল্ডে নিজেদের সবশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি লিভারপুল। ফলে প্রিমিয়ার লিগে শীর্ষে থেকে বড়দিনের ছুটিতে যেতে পারেনি অল রেডরা। অবশ্য ক্রিসমাস উদযাপন করে ফিরেই শীর্ষে ওঠেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গতকাল বার্নলির বিপক্ষে ম্যাচটি জিতে গানারদের টপকে এক নম্বরে আছে লিভারপুল।

এদিকে শীর্ষস্থান নিশ্চিত করলেও তা লিভারপুল ধরে রাখতে পারবে কিনা তা জানা যাবে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট হামের বিপক্ষে আর্সেনালের ম্যাচের পরই। কেননা বড়দিনের আগে সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ছিল আর্সেনাল।

এরপর কালকের ম্যাচে জয় নিয়ে এখন ১৯ ম্যাচে অল রেডদের পয়েন্ট ৪২ যেখানে ১৮ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪০। এদিকে গতকাল শীর্ষে স্থানে ফেরার রাতে ১২ ম্যাচ পর গোলের দেখা পেয়েছেন ডারুইন নুনিয়েজ। ম্যাচের শুরুতে তার গোলেই এগিয়ে যায় ক্লপের দল।

এরপর লিভারপুলের দ্বিতীয় গোলটি এসেছে ম্যাচের একেবারে ৯০ মিনিটে। অল রেডদের ব্যবধান বাড়ানোর গোলটি করেন ডিয়েগো জোতা। বার্নলির উপর শুরু থেকেই আধিপত্য বিস্তার করে রাখা লিভারপুল এদিন মোট শট নিয়েছে ১৯টি যার মধ্যে ১০টিই ছিল লক্ষ্যে। দল দখলেও এগিয়ে ছিলেন ক্লপের শিষ্যরাই।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.