নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার ওয়ানডে জিতে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। টি-২০ সিরিজে ওই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখাতে চান নাজমুল শান্তরা। নেপিয়ারে ওই ম্যাচে টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশের হয়ে আজ অভিষেক হলো তানজিম হাসানের।
নিউজিল্যান্ড একাদশ- টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন।