লিওনেল মেসির হাতেই উঠল সেরা খেলোয়াড়ের পুরস্কার। ফিফা দ্য বেস্ট পুরস্কারটি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো জিতলেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর আগে ২০১৯ ও ২০২২ সালেও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মেসি।
ফিফা দ্য বেস্ট জেতার লড়াইয়ে মেসি পেছনে ফেলেছেন আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে। হলান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মেসির। যদিও পুরস্কার নিতে সরাসরি উপস্থিত ছিলেন না মেসি। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন থিয়েরি হেনরি।
মেসি এবং হলান্ড দুজনেই সমান ৪৮ পয়েন্ট পেয়েছেন। কিন্তু মেসি এগিয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশিসংখ্যকবার প্রথমে থেকে। অর্থাৎ, অধিনায়কেরা ভোট দিতে যে তিনজনকে বেছে নিয়েছেন, সেখানে সবচেয়ে বেশিসংখ্যকবার শীর্ষে ছিলেন মেসি। এমবাপ্পে ৩৮ পয়েন্ট পেয়ে হয়েছেন তৃতীয়।
পুরস্কারের জন্য ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়কালীন পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ছেলেদের ‘দ্য বেস্ট’ নির্বাচন করার জন্য ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা।
এছাড়াও সেরা কোচের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে সিটিরই এডারসনের হাতে। মেয়েদের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী আইতানা বোনমাতি। সেরা গোলের পুস্কাস পুরস্কার গেছে ব্রাজিলিয়ান ফুটবলে দ্বিতীয় বিভাগে খেলা গিলের্মে মাদুরগার পাতে। বোটাফোগো-এসপির এই খেলোয়াড়ের বাইসাইকেল কিকে করা গোলটি সেরা বিবেচিত হয়েছে ভোটের মাধ্যমে।