Thursday, December 5, 2024

সর্বশেষ

ক্রিকেটার নাসুমকে চড়: হাথুরুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ

ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের ক্রিকেটার নাসুমকে চড় মারার ঘটনায় তদন্ত করে জাতীয় দলের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান রোববার রেজিস্ট্রি ডাকযোগে ও ইমেইলযোগে বিসিবির সভাপতি সংসদ সদস্য নাজমুল হাসান পাপনকে এ নোটিশ পাঠান।

নোটিশে চড় মারার ঘটনা তদন্ত করে দোষ প্রমাণ হলে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা নিতে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ব্যারিস্টার আশরাফ রহমান বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চড় মারেন। গণমাধ্যমের দ্বারা আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।’

তিনি বলেন, ‘যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়।’

প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয় সে দাবিও করা হয়েছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.