সেমি-ফাইনালে দুর্দান্ত এক ম্যাচ উপহার দিল কাতার ও ইরান। যেখানে স্বাগতিক কাতারের কাছে ৩-২ গোলের ব্যবধানে হার মেনে এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হলো ইরানের। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও এবারের স্বাগতিক কাতার উঠে গেল ফাইনালে।
আগেই ফাইনাল নিশ্চিত করা জর্ডানের মুখোমুখি হবে কাতার। সেমি-ফাইনালে এবারের এশিয়া কাপের সেরা ম্যাচটাই উপভোগ করেছেন ফুটবলপ্রেমীরা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে শেষ দিকে এসে।
২০২২ বিশ্বকাপে নিজেদের মাটিতে তিনটি ম্যাচই হেরেছিল কাতার। বিশ্বকাপের ইতিহাসে কোনো স্বাগতিক দলের সবচেয়ে বাজে পারফরম্যান্স ছিল সেটিই। তবে সে দুঃস্মৃতিকে মুছে ফেলে আল-থুমামা স্টেডিয়ামে আজ আনন্দে মেতেছে দলটি।
ম্যাচে যদিও ফেভারিট ছিল ইরানই, মাত্র চার মিনিটে সর্দার আজমুনের গোলে এগিয়েও গেছিল তারা। ১৭ মিনিটে কাতারকে সমতায় ফেরান জাসেম গাবের, এরপর ৪৩ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আকরাম আলিফ। ৫১ মিনিটে পেনাল্টি থেকে ইরানকে সমতায় ফেরান আলিরেজা জাহানবাকশ।
৮০ মিনিট পার হয়ে যাওয়ার পর ম্যাচ ২-২ গোলের সমতায় ছিল। ৮২ মিনিটে কাতারকে আরেকবার এগিয়ে দেওয়া গোলটি করেন আলমুইজ আলি। ইরান আর সে গোল শোধ দিতে পারেনি। বরং যোগ করা সময়ে খালিলজাদেহ লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় পারস্যের দলটি।