Sunday, April 20, 2025

সর্বশেষ

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের কিট স্পন্সর কোকা-কোলা

কোকা-কোলা বাংলাদেশ আগামী ৩.৫ বছরের জন্য বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অফিশিয়াল কিট স্পন্সর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপের কথা ঘোষণা করেছে। এই স্পন্সরশিপ ১ মার্চ ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত বহাল থাকবে। বাংলাদেশে ক্রীড়া এবং নারীর ক্ষমতায়নে সহায়তা করতে কোকা-কোলা দৃঢ়প্রতিজ্ঞ। এই পার্টনারশিপের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো।

কিট স্পন্সর হওয়ার পাশাপাশি পুরো ক্রিকেট ইকোসিস্টেমকে সমর্থন করছে কোকা-কোলা। ১ মার্চ ২০২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত, আগামী ২ বছরের জন্য পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-১৯ দলসহ সব ফরম্যাট ও ক্যাটাগরিতে অফিশিয়াল বেভারেজ পার্টনারও এই কোম্পানিটি।

কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু-উন নাহার বলেন, “খেলার আছে মানুষকে ঐক্যবদ্ধ করার অসীম শক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই পার্টনারশিপ, ক্রিকেটের প্রতি মানুষের আবেগের সাথে আমাদের ব্র্যান্ডকে ঐক্যবদ্ধ করার এক চমৎকার সুযোগ প্রদান করে। আমাদের লক্ষ্য হলো জাতীয় নারী ক্রিকেট দলের স্পন্সর হয়ে, সব স্তরের ক্রিকেটে সমর্থন প্রদান করা এবং এর মাধ্যমে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরা। পাশাপাশি আমরা আরও বেশি সংখ্যক নারীকে ক্রিকেট খেলায় আসার প্রতি উৎসাহিত করতে চাই।”

সোমবার মিরপুরে বিসিবি’র প্রধান কার্যালয়ে এই পার্টনারশিপের ঘোষণা করা হয়। অফিশিয়াল বেভারেজ হিসেবে সব খেলা ও অনুষ্ঠান চলাকালীন খেলোয়াড়, কর্মকর্তা-কর্মচারী ও ভক্তদের রিফ্রেশমেন্ট সহায়তা দেবে কোকা-কোলা।

বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “কোকা-কোলা বাংলাদেশকে আমাদের কিট স্পন্সর এবং অফিশিয়াল বেভারেজ পার্টনার হিসেবে পেয়ে আমরা গর্বিত। নারী ক্রিকেটকে উন্নত করা এবং সব স্তরে প্রতিভার লালন করাই আমাদের লক্ষ্য। এই পার্টনারশিপ সেই লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।”

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “কোকা-কোলা’র মতো একটি ব্র্যান্ড প্রথমবারের মতো এক্সক্লুসিভলি নারী দলকে সমর্থন করছে দেখে আমি খুবই আনন্দিত৷ আমি আশা করি, ভবিষ্যতেও আমরা এমন আরো সমর্থন পাবো আর সবাই মিলে আমরা সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাতে পারবো ৷”

দীর্ঘদিন ধরেই কোকা-কোলা প্রধান প্রধান ক্রীড়া আয়োজনগুলোর সাথে যুক্ত। বিশ্বজুড়ে স্থানীয় ক্রীড়া অনুষ্ঠান এবং সংস্থাগুলোকে সমর্থন করার জন্য কোম্পানিটি বৈশ্বিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই যৌথ উদ্যোগ খেলাধূলার প্রতি এই কোম্পানির বিশ্বাসের সাক্ষ্য দেয়। একইসাথে নতুন কিছু করার প্রতি কোকা-কোলা’র প্রতিজ্ঞার বিষয়টি তুলে ধরে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.