লক্ষ্য খুব বেশি বড় না হলেও নিয়মিত উইকেটের পতন আর স্লো রান রেটের কারণে তৃতীয় ম্যাচেও বিপদে পড়ার শঙ্কা জেগেছিল টাইগারদের। তবে তানজিদ তামিমের ধৈর্য্যশীল ব্যাটিং আর রিশাদ হোসেনের শেষের ঝড়ে চার উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ এ জিতেছে বাংলাদেশ। দলের হয়ে তানজিদ তামিম করেন সর্বোচ্চ ৮৪। তার ৮১ বলে খেলা ইনিংসটি ছিল চারটি ছক্কা ও ৯টি চারে সাজানো। অষ্টম ব্যাটার হিসেবে ক্রিজে নামা রিশাদ করেন ১৮ বলে ৪৮ রান। এই রান সংগ্রহ করতে গিয়ে চারটি ছক্কা ও পাঁচটি চারের মার মারেন।
আগের দুই ম্যাচের মতো এদিনও টস ভাগ্য যায় শ্রীলঙ্কার কাছে। তবে শুরুতো ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। জানিথ লিয়ানাগের শতকে ভর করে ২৩৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।
জবাবে খেলতে নেমে ৪০.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।
অসাধারণ বোলিং ও ব্যাটিং প্রদর্শনীর জন্য ম্যাচসেরার পুরস্কারও উঠেছে রিশাদের হাতে।