Sunday, April 20, 2025

সর্বশেষ

বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট: খালেদের বোলিং তোপে চাপে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি জমতে দেননি খালেদ আহমেদ। দ্বিতীয় ওভারে নিশান মাদুশঙ্কাকে ফিরিয়ে দিনের শুরুতেই সাফল্য এনে দেন তিনি।খালেদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করতে চেয়েছিলেন লঙ্কান ওপেনার। বল ব্যাটের বাইরের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। তৃতীয় স্লিপে ক্যাচ লুফে নেন মেহেদী হাসান মিরাজ। ৯ বলে ২ রান করে ফেরেন মাদুশকা।

মাদুশঙ্কার পর দারুণ বাউন্সারে মেন্ডিসকে ফেরান খালেদ। শরীর বরাবর আসা বাউন্সারে কাট করবেন নাকি ছেড়ে দেবেন এই দ্বিধায় শেষ পর্যন্ত ব্যাটে লেগে চলে যায় গালিতে। ক্যাচ নেন জাকির হাসান। ফেরার আগে ২ চারে ২৬ বলে ১৬ রান করেন মেন্ডিস। ওভারের শেষ বলে দারুণ ডেলিভারিতে করুণারত্নেকে বোল্ড করেন খালিদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৪৫ রান। উইকেটে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্দিমাল।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। কন্ডিশন বিবেচনায় টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে তরুণ পেসার নাহিদ রানার। স্কোয়াডে জায়গা পেলেও একাদশে নেই তাওহিদ হৃদয়।

বাংলাদেশের টেস্ট স্কোয়াডে সিংহভাগই ছিলেন তরুণ। পেসারদের মধ্যে নাহিদ রানা ও মুশফিক হাসান অভিষেকের অপেক্ষায় ছিলেন। কোচ চন্ডিকা হাথুরুসিংহের সদয় দৃষ্টি ছিল এ দুই তরুণের ওপর। বলছিলেন, ‘নাহিদ এবং মুশফিক দুজনই ১৪০-ঊর্ধ্ব গতিতে বল করতে পারে। তারা অনেক তরুণ। দুজন থেকে অন্তত একজনকে এ টেস্টে দেখতে চাই। আর আমি তাদের বলব যেন সুযোগ লুফে নেয়।’

টস জয়ের পর টাইগার ক্যাপ্টেন শান্ত বলেছেন, ‘উইকেট ভেজা। সকালের কন্ডিশনটা কাজে লাগানোর লক্ষ্যেই বোলিং নেওয়া।’

বাংলাদেশ দল : মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুণারত্নে, নিশান মাদুশঙ্কা, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), প্রাবাথ জয়সুরিয়া, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.