Thursday, December 5, 2024

সর্বশেষ

বাংলাদেশের বিবর্ণ বোলিংয়ে ৪৫০ পেরিয়ে শ্রীলঙ্কা

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। হতাশার এক সেশনই কাটল বাংলাদেশি বোলারদের। ২৮ ওভার বোলিং করে শুধু দিনেশ চাণ্ডিমালকেই আউট করতে পেরেছে স্বাগতিকেরা।

আউট হওয়ার আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে ২৬তম ফিফটি তুলে নিয়েছেন চাণ্ডিমাল। ৫৯ রান করা শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটারকে ফিরিয়ে দিনের প্রথম উইকেট এনে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডারের উইকেট নেওয়ার আগে ৪ উইকেটে ৩১৪ রান নিয়ে দিন শুরু করেছিল শ্রীলঙ্কা।

দ্বিতীয় দিনের খেলা শুরু করতে নেমে দেখেশুনে জুটি বাড়াতে থাকেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার চাণ্ডিমাল ও ধনঞ্জয়া ডি সিলভা। পঞ্চম উইকেটে দুজনে মিলে ৮৬ রানের জুটি গড়েন। গত দিনের ৩৪ রানের সঙ্গে আজ ২৫ রান যোগ করতে পেরেছেন চাণ্ডিমাল। সতীর্থ আউট হলেও ক্রিজে আছেন দলের অধিনায়ক ধনঞ্জয়া।

কামিন্দু মেন্ডিসকে নিয়ে ষষ্ঠ উইকেটে ইতিমধ্যে ৩৬ রানের জুটিও গড়েছেন ধনঞ্জয়া। টানা তিন ইনিংসে সেঞ্চুরি থেকে ৩০ রান দূরে আছেন শ্রীলঙ্কার অধিনায়ক। ধনঞ্জয়ার ৭০ রানের বিপরীতে সিলেট টেস্টের দুই ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান কামিন্দু অপরাজিত আছেন ১৭ রানে। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৪১১ রান।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.