Thursday, December 5, 2024

সর্বশেষ

রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে যে পরিকল্পনার কথা জানালেন মিরাজ

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা। এতে প্রথম ইনিংস থেকে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।

মুশফিকের ব্যাট থেকে আসে ১৯১ রানের নান্দনিক ইনিংস। বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ১ উইকেটে ২৩ রান করেছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডি টেস্ট কোন দিকে গড়াচ্ছে, সবার প্রশ্ন এখন এটি। আজ শেষ দিনে ব্যাট করতে নামবে পাকিস্তান। পাকিস্তানকে দ্রুত গুটিয়ে দিতে পারলে সুযোগ থাকবে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার। বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন পঞ্চম দিনের লক্ষ্য সম্পর্কে।

মিরাজ বলছিলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা খুবই ভালো ব্যাটিং করেছে। যেহেতু আমরা বোলিং করছি আমাদের ভালো একটি সুযোগ আছে। প্রথম সেশনে আমরা যদি ভালো জায়গায় বোলিং করি আর যদি দ্রুত উইকেট নিতে পারি আমাদের সুবিধা থাকবে।’

মিরাজ আরো বলেন, ‘আমরা ভালো লিডও পেয়েছি। এখন শুধু উইকেট নিতে হবে এবং ভালোভাবে বোলিং করতে হবে। বোলাররা যেভাবে শেষ এক ঘণ্টা বোলিং করেছে আমার খুব ভালো লেগেছে। আমি স্লিপে ফিল্ডিং করেছি আমার দেখতে খুব ভালো লেগেছে। কালকেও আশা করি ভালো বোলিং করবে।’

মিরাজ দলের ব্যাটিং নিয়ে বলেন, ‘পাকিস্তানের উইকেট অনেক সুন্দর। গত বছর এখানে এশিয়া কাপ ছিল আমি ওপেনিংয়ে নেমে আমি সেঞ্চুরি করেছিলাম। আমার খুব ভালো লেগেছে। পাকিস্তানের উইকেট অনেক সুন্দর ব্যাটিং করার জন্য। অবশ্যই আমার রোলটা অনেক গুরুত্বপূর্ণ। আমি ৮ নম্বরে ব্যাটিং করেছি। মুশফিক ভাইয়ের সঙ্গে ১৯২-১৯৩ রানের জুটি গড়েছি এটা দলকে ভালো মোমেন্টাম পাইয়ে দিয়েছে। আমি সব সময় চেষ্টা করি দলের জন্য খেলার। দলের জন্য যেকোনো জায়গায় ভালো কিছু করার জন্য। চেষ্টা করি রান করার জন্য।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.