চতুর্থ দিনের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। দিনের প্রথম আধা ঘণ্টায় ১৫ রান তুলেছেন সাকিব আল হাসান ও নাজমুল হোসেন।
সকালে দুটি চার পেয়েছে বাংলাদেশ। দুটি চারই মেরেছেন সাকিব। একটি যশপ্রীত বুমরা ও অন্যটি মোহাম্মদ সিরাজের বলে।
তবে বুমরার একটি বল আঙুলে লাগে সাকিবের, এর জন্য ফিজিওকেও মাঠে আসতে হয়। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ব্যাটিং করে যাচ্ছেন।
বড় হার এড়াতে পারবে বাংলাদেশ?
আলোক স্বল্পতায় খেলা বন্ধের কিছুক্ষণ পর তৃতীয় দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৪ উইকেটে ১৫৮। অধিনায়ক নাজমুল হোসেন অপরাজিত ৫১ রানে, অন্য প্রান্তে ৫ রানে ছিলেন সাকিব আল হাসান।
৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করা বাংলাদেশ জাকির হাসান–সাদমান ইসলামের উদ্বোধনী জুটি থেকে পেয়েছিল ভালো শুরু। দুজনের ৬২ রানের জুটি ভাঙে যশপ্রীত বুমরার বলে জাকির গালি অঞ্চলে জয়সোয়ালের দারুণ ক্যাচে পরিণত হলে। ৪৭ বলের ইনিংসে ৫ চার ১ ছক্কায় ৩৩ রান করে যান জাকির। আরেক ওপেনার সাদমানের আউট অবশ্য হেলাফেলায়। অশ্বিনের ‘নিরীহ দর্শন ’ এক বলে শর্ট মিডউইকেটে শুবমান গিলকে ক্যাচ দেন তিনি (৬৮ বলে ৩৫)।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম আর মুমিনুল হকও। এ দুজনও ফেরেন অশ্বিনের বলে। মুশফিক আউট হয়েছেন মিডঅফে লোকেশ রাহুলের দারুণ ক্যাচে, মুমিনুল বলের লাইন মিস করে বোল্ডে।
আলোক স্বল্পতায় খেলা বন্ধের সময় বাংলাদেশ দল ভারতের চেয়ে পিছিয়ে ৩৫৬ রান। ম্যাচে এখনো খেলা বাকি দুই দিন। বাংলাদেশের হাতে আছে ৬ উইকেট।