Tuesday, December 3, 2024

সর্বশেষ

আবারও দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ঘনিয়ে আসবে, লিওনেল স্কালোনি স্কোয়াড ঘোষণা করবেন, আর ম্যাচের আগে চোটের কারণে ছিঁটকে যাবেন একাধিক ফুটবলার- যেন আর্জেন্টিনার অলিখিত রীতিই দাঁড়িয়ে গেছে এটা। গত অক্টোবরে ভেনেজুয়েলা ও বলিভিয়া ম্যাচের আগে চোটের কারণে দল থেকে ছিঁটকে গিয়েছিলেন নিকোলাস গঞ্জালেস, পাওলো দিবালা, মার্কোস আকুনিয়া ও আলেহান্দ্রো গারনাচো। সে ধারাবাহিকতা বজায় থেকেছে নভেম্বরের ম্যাচের আগেও!

আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষ মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২০ নভেম্বর ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে আলবিসেলেস্তেরা। এ দুই ম্যাচকে সামনে রেখে গত সপ্তাহে ২৮ সদস্যের দল ঘোষণা করেছিলেন স্কালোনি। কিন্তু ম্যাচের এক সপ্তাহেরও কম সময় বাকি থাকতে আবারও দুঃসংবাদ পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। নিকোলাস গঞ্জালেসের পর চোটের কারণে দল থেকে ছিঁটকে গেছেন ডিফেন্ডার হেরমান পেতসেয়া।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে জানিয়েছে, আসন্ন প্যারাগুয়ে ও পেরু ম্যাচে দলের সঙ্গে থাকবেন না রিভার প্লেতের ডিফেন্ডার। তবে ঠিক কী কারণে পেতসেয়া স্কোয়াড থেকে ছিটকে গিয়েছন, সেটা জানানো হয়নি সে প্রতিবেদনে। আর্জেন্টাইন আরেক সংবাদমাধ্যম তে ই সে স্পোর্তস জানিয়েছে, ডান পায়ের পেশীর চোটে ভুগছেন তিনি। পুরোপুরি সেরে উঠতে না পারায় খেলা হবে না ৩৩ বছর বয়সী এ ডিফেন্ডারের।

পেতসেয়ার আগে আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেছেন ইউভেন্তুস ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেস। গত অক্টোবরের শুরুতে চ্যাম্পিয়নস লিগে লাইপজিগের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ম্যাচের ১২ মিনিটেই উঠে যান গঞ্জালেস। দীর্ঘদিন বাইরে থাকার পর প্যারাগুয়ে ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল ২৬ বছর বয়সী এ স্ট্রাইকারের। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় দলের সঙ্গে যোগ দেননি তিনি। তে ই সে স্পোর্তস জানিয়েছে, ইতালিতেই চলছে গঞ্জালেসের পুনর্বাসন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.