Tuesday, December 3, 2024

সর্বশেষ

জয়সওয়ালের পর কোহলির সেঞ্চুরি, ভারতের রানে চাপা অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট খেলতে নেমেই দেড়শোর্ধ্ব রানের ইনিংস খেললেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। ইনিংসে দ্বিতীয় ব্যাটার হিসেবে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেন বিরাট কোহলিও। টেস্ট ক্রিকেটে ৪৯৬ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন তারকা এই ব্যাটার। পার্থে দাপুটে ব্যাটিংয়ে ৫৩৩ রানের পাহাড়সম লিড দাঁড় করিয়েছে সফরকারীরা।

ঘরের মাঠে টেস্টে কিউইদের বিপক্ষে ধবলধোলাইয়ের পর অস্ট্রেলিয়ায়ও ভারতের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। এত অল্প পুঁজির পরেও বোলারদের কল্যাণে ৪৬ রানের লিড পেয়ে যায় জসপ্রীত বুমরাহর দল।

দ্বিতীয় ইনিংসে মুদ্রার সম্পূর্ণ বিপরীত চিত্র নিয়ে হাজির হয় ভারত। যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল—দুজন মিলে গড়েন ২০১ রানের ম্যারাথন ওপেনিং জুটি। রাহুল ৭৭ রানে ফিরলেও, রেকর্ডগড়া সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। শেষমেশ সেঞ্চুরির অপেক্ষা ফুরোলো কোহলিরও।

দুই সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে ভারত। তাদের লিড দাঁড়িয়েছে ৫৩৩ রানে। ভারতের পাহাড়সম রান তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে মাত্র ১২ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে প্যাট কামিন্সরা।

আগামীকাল (সোমবার) চতুর্থ দিনে ভারতের জয়ের জন্য দরকার ৭ উইকেট। অন্যদিকে, অস্ট্রেলিয়ার লাগবে আরও ৫২২ রান।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.