Tuesday, April 15, 2025

সর্বশেষ

টানা চার ম্যাচে ঢাকার হার, কী বলছেন মোসাদ্দেক

বড় আশা নিয়েই চলমান বিপিএলে দল কিনেছিলেন শাকিব খান। তবে মাঠের খেলায় তার দল ঢাকা ক্যাপিটালস চার ম্যাচ পার করেও সুফল বয়ে আনতে পারেনি। এখন পর্যন্ত সবকটিতেই হারের মুখ দেখেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। সবশেষ গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষেও হেরেছে ঢাকা।

ঢাকার ম্যাচ এরইমাঝে হতাশ করেছে দলটির সমর্থকদের। তবে একইরকম হতাশা ঝরেছে ঢাকার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের কণ্ঠেও।

সংবাদ সম্মেলনে মোসাদ্দেক বললেন মোমেন্টাম পাওয়ার কথা, ‘আসলে একটু কঠিন, একটা মোমেন্টাম না পাওয়া পর্যন্ত আসলে একটু কঠিন হয়। সবাই চেষ্টা করছে। সবাই অনুশীলনেও চেষ্টা করছে জেতার জন্য। হয়ত এটা আসছে না। একটা ম্যাচ জিততে পারলে হয়ত সেটা চলে আসবে। ফ্র্যাঞ্চাইজিতে আসলে মোমেন্টামের খেলা। যে দল শুরুতে মোমেন্টাম পেয়ে যায় প্রথম থেকেই তাদের জন্য সহজ হয়ে যায়। আমার এটাই মনে হচ্ছে একটু কঠিন মনে হচ্ছে। যদি একটা ম্যাচ জিতে যাই তাহলে ওভারকাম করতে পারব।’

সিলেটেও তৈরি হয়েছে বড় রান করার উইকেট। তবু ঢাকা ১১১ রানেই শেষ করেছিল তাদের ইনিংস। এর ব্যাখ্যাটাও দিয়েছেন মোসাদ্দেক, ‘২-৩ ওভার পর মনে হয়েছে উইকেট একটু স্লো। সময় গড়ানোর সাথে সাথে ভালো হয়েছে। শেষ পর্যন্ত বেটার উইকেট ছিল হাইস্কোরিং ম্যাচের জন্য। কলাপ্স করার পর রান বড় করা কঠিন হয়েছে। এখানে কঠিন হবে যদি বড় রান না করতে পারি। ১১০-১২০ রান এখানে ডিফেন্ড করতে পারবেন না।’

জেসন রয়ের ১২ বলে ১৮ রানের ইনিংস প্রসঙ্গে মোসাদ্দেক জানান, ‘(রয়ের ক্ষেত্রে) জার্নির একটা প্রভাব থাকতেই পারে। তবে আনফিট সে ছিল না। হয়ত জেট ল্যাগের ব্যাপার থাকতে পারে। যখন ব্যাটে লাগা শুরু হচ্ছিল তখনই সে আউট হয়েছে। ব্যাটিংয়ের দিক থেকে আমরা হয়তবা ভালো করছি না।’

সবকিছুর পর মোসাদ্দেকের মন্তব্য দল হয়ে এখনো একসাথে খেলতে পারছে না ঢাকা, ‘(ক্যাচ মিসের ব্যাপার) কোচিং প্যানেল ভালো জানবে। তবে এগুলো কমানো গেলে আসলে ম্যাচ জিতার সুযোগ থাকবে। মোমেন্টাম না থাকলে এমন অনেক ভুল হয়ে থাকে, পেয়ে গেলে সবকিছু আরেকটু গোছানো হবে। দল হিসেবে পারফরম্যান্স হচ্ছে না। দল হয়ে একসাথে খেলতে পারছি না। কিছু গ্যাপ অবশ্যই আছে।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.