Thursday, December 5, 2024

সর্বশেষ

দলবদল করলেন সাকিব আল হাসান

আগামী দুই বছর ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলবেন সাকিব আল হাসান। মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে দলবদল করে সাকিব শেখ জামালে নাম লিখিয়েছেন তিনি।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) শেখ জামাল ধানমণ্ডি ক্লাব প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন ও মেম্বারস নাইট অনুষ্ঠানে ক্লাবের চেয়ারম্যান সাফওয়ান সোবহান এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাকিব ক্লাবের ৮০০০ স্কয়ার ফিটের ওপর নির্মিত ইনডোর উদ্বোধন করেন। সাকিবকে নিয়ে সাফওয়ান সোবহান বলেছেন, ‘আমরা খুব আনন্দিত শেখ জামাল ধানমণ্ডি ক্লাবে দুই বছর সাকিব আল হাসান খেলবে। আমাদের জন্যে এটা নতুন একটা সফর।’

শেখ জামালে যোগ দিয়ে ক্যারিয়ারের শুরুর দিনের কথা মনে করলেন সাকিব। সঙ্গে শেখ জামালে যোগ দেয়ার আনন্দ ফুটলো তার কণ্ঠে, ‘শেখ জামাল ফুটবল, ক্রিকেট খুবই ভালো করছে। সম্প্রতি না, সর্বশেষ ১০-১২ বছর ধরেই এবং সেটার পেছনে অসাধারণ কৃতিত্ব আছে আমাদের মনজুর ভাইয়ের, সাফওয়ান ভাইয়ের; যাদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকের এই অবস্থানে পৌঁছেছে। খুবই খুশি আমি, পার্ট হতে পেরে এই দলের।’

‘আশা করি, শেখ জামালের হয়ে আমরা চ্যাম্পিয়ন হতে পারব আগামী দুই বছর এবং চেষ্টা থাকবে আমরা পুরো টিমে যেন সাফল্য এনে দিতে পারি শেখ জামালের হয়ে। আমি আশা করছি শেখ জামাল এখানে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে ওদের জন্য অনেক বেশি কাজ করবে। সেজন্যই আজকের এই ইনডোরটা করা হয়েছে। আশা করি, ওদের অনুশীলন সুবিধা আরও ভালো হবে এবং এখান থেকে বিশ্ব মঞ্চে আমাদের জন্য আরও অনেক বেশি প্রতিনিধি তৈরি হবে। বাংলাদেশকে অনেক বেশি খেলোয়াড় প্রতিনিধিত্ব করবে শেখ জামাল থেকে।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.