মোবাইল ব্যবহারকারীদের নতুন চমক দিতে যাচ্ছে রিয়েলমি সি-সিরিজের নতুন একটি ডিভাইস। নতুন ফোনটি সিরিজের সবচেয়ে উন্নত প্রযুক্তির স্মার্টফোন হতে যাচ্ছে বলে জানিয়েছে রিয়েলমি।
সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, নতুন এ ডিভাইসে থাকতে পারে সিরিজের সেরা ফিচারসমৃদ্ধ একটি উন্নত ক্যামেরাসহ একটি নতুন ও শক্তিশালী প্রসেসর। গুঞ্জন সত্যি হলে ফটোগ্রাফির সক্ষমতা এবং প্রসেসরের দক্ষতার সমন্বয়ে ডিভাইসটি সি-সিরিজ সেগমেন্টকে অনন্য উচ্চতায় নেবে।
নতুন স্মার্টফোনে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা। আপগ্রেড হওয়া এ ক্যামেরায় সেগমেন্টের প্রথম শক্তিশালী ইন-সেন্সর জুম ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে চমৎকার গভীরতা ও স্পষ্টতার সঙ্গে গুরুত্বপূর্ণ শট নেওয়া সম্ভব।
এছাড়া, এ স্মার্টফোনের সি-সিরিজের জন্য প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হতে পারে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, রিয়েলমির এ ডিভাইসে একটি ফ্ল্যাগশিপ-এর মতো ডিজাইন আনা হয়েছে। অনন্য ফিচার সমৃদ্ধ এ ডিভাইসটি স্মার্টফোন ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা প্রদানের প্রতিশ্রুতি পূরণে সফল হবে।
এই স্মার্টফোনের ক্যামেরায় বিভিন্ন আপগ্রেড আনা হয়েছে। এর ফলে কেউ সহজেই বৈচিত্র্যময় ফটোগ্রাফির অভিজ্ঞতার জন্য দারুণ দারুণ শট নিতে পারেন। এ প্রসেসর গেমিং ও মাল্টি-টাস্কিংয়ের জন্য উন্নত পাওয়ার, দক্ষতা এবং নির্ভরযোগ্যতার প্রতিশ্রুতি দেয়। তাই ফোনটির প্রত্যাশিত জনপ্রিয়তা যে আশাহত করার মতো নয়, তা বলাই যায়।