বিদেশি মোবাইল গেমিং প্রতিষ্টান ফ্রি ফায়ার এর একটি আয়োজন সম্প্রতি বন্ধ করে দিয়েছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর ময়মনসিংহের কোতোয়ালী থানার টাউন হলে ফ্রি ফায়ারের একটি ‘ওয়াচ পার্টি’ তে পুলিশ এসে গেমিং শো বন্ধ করে দেয় এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় বলে জানান প্রৎক্ষ্যদর্শীরা।
‘ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ (FFWS) বাংলাদেশ ২০২৫’ নামের এই ওয়াচ পার্টিতে কয়েক হাজার অপ্রাপ্ত বয়স্ক তরুণ-তরুণীর ভিড় হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের নজর কাড়ে, এবং তৎক্ষণাৎ পুলিশ অনুষ্ঠানে উপস্থিত হয়। সন্দেহ করা হয় এই ধরনের আয়োজনে অনলাইন জুয়ার জন্যও হতে পারে।
জানা যায়, এই ধরনের ওয়াচ পার্টি ফ্রি ফায়ার এর আগেও আয়োজন করেছে। ফ্রি ফায়ারের সামাজিক মাধ্যম থেকে জানা যায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং বরিশালে এটি ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং ঢাকায় আরেকটি ওয়াচ পার্টি হওয়ার কথা রয়েছে। হাজার হাজার অপ্রাপ্ত বয়স্ক তরুণ-তরুণী কোন ধরনের অভিভাবক ছাড়াই এই ধরনের ওয়াচ পার্টিতে অংশগ্রহণ করে থাকেন।
ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে ফ্রি ফায়ার গেইমের ফ্যান কমিউনিটিগুলো এসব অবৈধ পার্টি নিয়ে সক্রিয়ভাবে প্রচার করে যাচ্ছে। এই সব পার্টির ভিডিও ও ছবি অনলাইনে দেখে তরুণ সমাজের অনেকেই এসব গেমে আসক্ত হচ্ছে। এমনকি অনেক ই-স্পোর্টস আয়োজকদেরও এই ধরনের অবৈধ গেইম আয়োজনে সম্পৃক্ত হতে দেখা যায়।
এই ধরনের “ওয়াচ পার্টিতে” সাধারণত অনলাইন প্লেয়ারদের একসাথে টুর্নামেন্ট দেখানো হয় এবং গেম, অথবা লাকি ড্র এর আয়োজন করা হয়। অনলাইনেও এই ধরনের ওয়াচ পার্টি হয়ে থাকে। বাংলাদেশে, ফ্রি ফায়ার গেইমের প্লেয়াররাও এইসব কার্যক্রমে অনলাইন কমিউনিটির মাধ্যমে যুক্ত হচ্ছে। আর এই ধরনের কর্মকাণ্ড অনলাইন গেইমের আসক্তি আরও বৃদ্ধি করছে যা বর্তমান যুব সমাজের মানসিক ও শারীরিক ক্ষতি করে যাচ্ছে।
একটি নিষিদ্ধ বিদেশী কোম্পানি কীভাবে এই ধরনের পার্টির আয়োজন করে সেটি এখন একটি উদ্বেগের বিষয় বলে জানিয়েছেন বিভিন্ন তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ।