Wednesday, December 4, 2024

সর্বশেষ

রোটারি ক্লাব ঢাকা নর্থ ওয়েস্টের সম্মাননা পেলেন পাঁচ ব্যক্তি

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ ব্যক্তিকে সম্মাননা জানিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট। গত শনিবার রাজধানীতে তাদের রোটারি ভোকেশনাল এক্সিলেন্স নামের ওই সম্মাননা দেয়া হয়েছে।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন রোটারি ডিস্ট্রিক ৩২৮১ এর গভর্নর (ডিজি) মো. আশরাফুজ্জামান নান্নু।

খ্যাতিমান চলচ্চিত্রকার ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের এসপি সানি সানোয়ারকে ‘ল এনফোর্সমেন্ট’, লাইফস্প্রিং-এর প্রতিষ্ঠাতা, কনটেন্ট ক্রিয়েটর ও সাইকোলজিস্ট ইয়াহিয়া আমিনকে ‘মেন্টাল হেলথ’, ট্রাইবাল রেস্টুরেন্ট হেবাং-এর প্রতিষ্ঠাতা বিপলি চাকমাকে ‘উদ্যোক্তা’, গ্রেট হিমালয়ান ট্রেইলজয়ী প্রথম বাংলাদেশী ইকরামুল হাসান শাকিলকে ‘দুঃসাহসিক অভিযান’ এবং চট্টগ্রামের একজন সফল ফ্রিল্যান্সার আবু বকর সিদ্দিককে ‘আইসিটি’ বিভাগে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ঢাকা নর্থ ওয়েস্টের প্রেসিডেন্ট ইলমুল হক সজীব, রোটারির পূর্বতন ডিজি জয়নুল আবেদীন, সেলিম রেজা, শ্যাম শওকত হোসেন এবং ডিজি নমিনি আরিফ জেবতিক।

অনুষ্ঠানটির চেয়ারপার্সন হিসেবে দ্বায়িত্ব পালন করেন রোটারি ঢাকা নর্থ ওয়েস্টের জয়েন্ট সেক্রেটারি ইলেক্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল।

অনুষ্ঠানে বক্তারা রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট এর কল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্টের বোর্ডসহ সকল মেম্বার এবং অন্যান্য রোটারি ক্লাবের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.