নোয়াখালীর সদর উপজেলার বসতবাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
আজ সোমবার সকালে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড়ের বসুন্ধরা কলোনি থেকে মেহেদি হাসান শুভ (২২) তার স্ত্রী তামান্না ইসলামের (১৬) মরদেহ উদ্ধার করা হয়।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি আজ এসব তথ্য নিশ্চিত করেন।
নিহত শুভ সদর উপজেলার দুলাল মিয়ার ছেলে ও তামান্না ইসলাম নোয়াখালী পৌরসভার মো. লিটন মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, নিহত তামান্না ও শুভ খালাত ভাই-বোন। ভালোবেসে বছর খানেক আগে বিয়ে করেছিলেন। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
নিহত তামান্নার ভাই হোসেন আহাম্মদ বলেন, সকালে তামান্না ও তার স্বামী ঘুম থেকে না উঠায় তাদের ঘরের কড়া নাড়েন তিনি। কিন্তু ভেতর থেকে কোন সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করলে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে ঘরের ভেতর থেকে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।